গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফা হাসপাতালের আইসিইউ এর সব রোগী মারা গেছেন। গত শুক্রবার (১৭ নভেম্বর) হাসপাতালটির প্রধান আলজাজিরার কাছে এই তথ্য তুলে ধরেন বলে জানিয়েছেন ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট।
সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে অবরুদ্ধ হাসপাতালটিতে বিদ্যুৎ ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের সংকটে চারটি প্রিম্যাচিওর শিশুসহ আইসিইউর ৪০জন রোগী মারা গেছে বলে জানিয়েছে জাতিসংঘ।
আল শিফার পরিচালক মুহাম্মদ আবু সালমিয়া জানান রোগী, চিকিৎসাকর্মী এবং আশ্রয় নেওয়া মিলিয়ে ৭ হাজার লোক হাসপাতালে আটকা পড়েছে। ইসরায়েলি বাহিনী কাউকে ঢুকতে বা বের হতে না দেওয়ায় হাসপাতালটি একটি ‘বড় কারাগার’ এবং ‘গণকবর’ হয়ে উঠেছে বলে উল্লেখ করেন তিনি।
আল-শিফা হাসপাতালে হামাস যোদ্ধাদের গোপন সুড়ঙ্গ রয়েছে, এমন দাবি করে হাসপাতালটি ঘিরে রেখেছে ইসরায়েলের সেনারা। যদিও হামাসের পক্ষ থেকে ইসরায়েলের এ দাবিকে নাকচ করে দেওয়া হয়।
আল-শিফা হাসপাতালে হামাস যোদ্ধাদের গোপন সুড়ঙ্গ রয়েছে, এমন দাবি করে হাসপাতালটি ঘিরে রেখেছে ইসরায়েলের সেনারা। যদিও হামাসের পক্ষ থেকে ইসরায়েলের এ দাবিকে নাকচ করে দেওয়া হয়।
এদিকে, হাসপাতালের অবস্থা নিষ্ঠুর ও বেদনাদায়ক বলে উল্লেখ করে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, হাসপাতালকে ইসরায়েলি বাহিনী তাদের ঘাঁটি বানিয়ে ফেলেছে।