টানা দেড় মাস ধরে চলা হামাস ইসরাইল যুদ্ধে গাজা মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। ইসরায়েলি হামলা থেকে বাদ যাচ্ছে না কিছুই, এমনকি স্কুল, মসজিদ হাসপাতালের মতো স্থাপনাও।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গাজার আল-শিফা হাসপাতালকে ‘ডেথ জোন’ বা মৃত্যুপুরী বলে উল্লেখ করেছে। হাসপাতালটিতে এখনও যারা অবস্থান করছেন তাদের সরিয়ে নিতেও অনুরোধ করেছে সংস্থাটি। গত রোববার (১৯ নভেম্বর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
শনিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) একটি দল মাত্র এক ঘণ্টার জন্য হাসপাতালটি পরিদর্শন করে। এসময় তারা হাসপাতলের বিভিন্ন জায়গায় গোলাগুলির চিহ্ন দেখতে পায়। হাসপাতালের সামনেই রয়েছে একটি গণকবর। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এখানে হাসপাতালে চিকিৎসাধীন ৮০ জনের কবর দেওয়া হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বিশুদ্ধ পানি, জ্বালানি ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তার অভাবে আল-শিফা হাসপাতাল হিসেবে কাজ করা বন্ধ করে দিয়েছে।
প্রসঙ্গত, গত দেড় মাসের ইসরাইলি আগ্রাসনে প্রায় ১২ হাজারের মতো ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরাইল অভিযোগ করে আসছিলো আল শিফা হাসপাতালের ভেতর গোপন সুরঙ্গ তৈরি করে হামাস অভিযান চালাচ্ছে। বেশ অনেকদিন ধরে আল শিফা দখল ও লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। তবে তাদের অভিযোগের ভিত্তিতে এখন পর্যন্ত কোনো প্রমাণ দেখাতে পারেনি।