ইসরায়েলি বাহিনী একের পর এক গাজার হাসপাতালগুলোকে টার্গেট করে হামলা চালাচ্ছে। আল শিফা হাসপাতালে ব্যাপক প্রাণহানি ঘটানোর পর এবার গাজার ইন্দোনেশিয়ার হাসপাতালে বোমা হামলা চালাচ্ছে তারা।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, বোমা হামলায় প্রায় ১২ জন নিহত হয়েছে যার মধ্যে চিকিৎসক এবং রোগীও রয়েছে। ইতোমধ্যে রেড ক্রসের সহায়তায় হাসপাতালটি থেকে রোগী সরিয়ে নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত প্রায় ২০০ রোগীকে ইন্দোনেশিয়ান হাসপাতাল (রুমাহ সাকিত ইন্দোনেশিয়া) থেকে সরিয়ে নিতে সমর্থ হয়েছে রেড ক্রস।
গতকাল সোমবার (২০ নভেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ কথা জানানো হয়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা এএফপিকে বলেন, ২০০ রোগীকে হাসপাতাল থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং বাসে করে তাঁদের দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের নাসের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি আরও বলেন ইন্দোনেশিয়ান হাসপাতালটি ইসরায়েলি সেনাবাহিনী অবরোধ করে রেখেছে।
গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা আরও জানান, গত সপ্তাহে আল-শিফা হাসপাতালে যা ঘটেছে, ইসরায়েলি বাহিনী তারই পুনরাবৃত্তি ঘটাতে যাচ্ছে ইন্দোনেশিয়ান হাসপাতালে। তারা ইন্দোনেশিয়ান হাসপাতালটিও দখল করে নিতে পারে।
উল্লেখ্য, ৭ অক্টোবর থেকেই গাজাকে অবরুদ্ধ করে নির্বিচার বোমা হামলা চালিয়ে আসছে ইসরায়েল। পাশাপাশি তারা গাজায় স্থল অভিযান চালাচ্ছে।