আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী পাঁচ বাহিনীর মোট সাত লাখ ৪৭ হাজার ৩২২ জন সদস্য মোতায়েন থাকবে। এদের মধ্যে- পুলিশ ও র্যাব সদস্য এক লাখ ৮২ হাজার, আনসার পাঁচ লাখ ১৬ হাজার, কোস্টগার্ড দুই হাজার ৩৫৫ এবং বিজিবি সদস্য ৪৬ হাজার ৮৭৬ জন।
গত সোমবার (২০ নভেম্বর) নির্বাচন কমিশন থেকে এসব তথ্য জানানো হয়।
নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নিয়মিত বৈঠকের অংশ হিসেবে যারা নির্বাচনকালে দায়িত্ব পালন করবে, তাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সম্ভাব্য বাজেট নিয়ে আলোচনা হয়েছে। তাদের জনবলের ভিত্তিকে একটি চাহিদা দিয়েছে। তবে এটি চূড়ান্ত নয়। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদিত হার হিসেবে কত সংখ্যক সদস্য নিয়োগ হবে, সেই অনুযায়ী অর্থ প্রদান করা হবে।’
প্রসঙ্গত, এবার ভোট কেন্দ্রের সংখ্যা প্রায় ৪২ হাজার। বুথের সংখ্যা দুই লাখ ৬২ হাজার। আসন্ন নির্বাচনে ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন, নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮৫২ জন।