গাজায় স্থল অভিযানের পরই থেকেই হামাসের প্রতিরোধের মুখে পড়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ)। গত দেড় মাস ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এক বিবৃতিতে হামাসের সামরিক শাখা দাবি করেছে, তাদের যোদ্ধারা গত ৭২ ঘণ্টায় গাজায় ৬০টি ইসরায়েলি সামরিক যান ধ্বংস করেছে।
আল কাশেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবেদা বলেছেন, গত তিন দিনের হামলায় ইসরায়েলি সেনাবাহিনীর সৈন্য পরিবহনকারী অন্তত ১০টি যানবাহন ধ্বংস করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, গাজা উপত্যকার বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলি বাহিনীর সাথে ‘ভীষণ সংঘর্ষ’ চলছে। তিনি আরও বলেন বলেন, গাজায় সেনাবাহী গাড়িতে হামাসের হামলার পর কিছু সৈন্যকে গ্রেপ্তার করা হয়েছিল মনে করে ইসরায়েলি সেনাবাহিনী আমাদের ওপর বোমাবর্ষণ করেছে বলে আমরা সন্দেহ করছি।
তিনি উল্লেখ করেন, গাজা উপত্যকার বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলি বাহিনীর সাথে হামাসের ‘তীব্র সংঘর্ষ’ চলছে।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে তথ্য মতে অবরুদ্ধ গাজা ভূখণ্ডের ইসরায়েলি হামলায় ইতোমধ্যে ১৩ হাজার ৩০০ জন নিহত হয়েছেন। নিহতদের ভেতর শিশু এবং অপ্রাপ্তবয়স্কদের সংখ্যা পাঁচ হাজারেরও বেশি। এ ছাড়া এসব হামলায় তিন হাজারেরও বেশি নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০ হাজারেরও বেশি ফিলিস্তিনি।