আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ৩ ফিলিস্তিনি শিক্ষার্থীকে গুলি

মোহনা অনলাইন

যুক্তরাষ্ট্রে ৩ ফিলিস্তিনি শিক্ষার্থীকে গুলি করা হয়েছে। এতে তারা আহত হয়েছেন। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় ভার্মন্ট অঙ্গরাজ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসের কাছে শনিবার সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে।

বার্লিংটন পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ইউনিভার্সিটি অব ভার্মন্ট ক্যাম্পাসের কাছে হিশাম আওয়ারতানি, তাহসিন আহমেদ এবং কিনান আবদাল হামিদকে লক্ষ্য করে গুলি করেন এক ব্যক্তি। কী কারণে ওই হামলা চালানো হয়েছে তা এখনও নিশ্চিত নয়। এ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, হামলার সময় ওই শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী কেফিয়েহ স্কার্ফ পরা ছিলেন এবং আরবি ভাষায় কথা বলছিলেন। পুলিশ সন্দেহভাজন ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু করেছে।

সিবিসি নিউজের তথ্য অনুযায়ী, ধারণা করা হচ্ছে যে ওই হামলাকারী হামলার পর পায়ে হেঁটেই দ্রুত ওই স্থান ত্যাগ করেন। বার্লিংটনের পুলিশ প্রধান জন মুরা জানিয়েছেন, হামলায় আহত দুই শিক্ষার্থীর অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে তৃতীয় শিক্ষার্থীর আঘাত বেশ গুরুতর।

এদিকে ওই শিক্ষার্থীদের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, হামলাকারীকে বিচারের আওতা না আনা পর্যন্ত তারা স্বস্তি পাবেন না। গত ৭ অক্টোবর ইসরায়েল এবং হামাসের মধ্যে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রে হিংসাত্মক হামলা এবং অনলাইনে হয়রানিসহ ইসলামভীতির মতো ঘটনাগুলো বৃদ্ধি পেয়েছে। এর মধ্যেই এ ধরনের হামলার ঘটনা সামনে এলো। ভার্মন্টের সিনেটর এবং সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী বার্নি স্যান্ডার্স এই সহিংসতার ঘটনায় নিন্দা জানিয়েছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button