জনগণের ট্যাক্সের টাকায় আওয়ামী লীগ নিজেদের প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা। তারা আরও বলেন, আপনাদের সময় শেষ এখন গণভবন খালি করার প্রস্তুতি নিন।
সোমবার (২৭ নভেম্বর) দুপুরে সরকারের পদত্যাগ ও তফশিল বাতিলের দাবিতে ১২ দলীয় জোটের ৪৮ ঘণ্টার অবরোধ সমর্থনে ঢাকার বিজয়নগর এলাকায় বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ এসব কথা বলেন।
জোটের প্রধান সমন্বয়ক ও জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি রাশেদ প্রধান বলেন, জনগণ একবার ধরলে গর্তে পালানোর সময়ও পাবেন না। আমরা আ. লীগকে তপশিল ঘোষণার সুযোগ দিয়েছি বলে পাতানো নির্বাচন করার সুযোগ দেব না।
জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য নওয়াব আলী আব্বাস খান বলেন, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না। কারণ, অতীতেও সুষ্ঠু নির্বাচন হয়নি। আওয়ামী সরকার দেশের গণতন্ত্রকে হত্যা করেছে। এদের হাতে দেশের জনগণ কোনোভাবেই নিরাপদ নয়।
নেতারা বলেন, আপনারা (আ.লীগ) রাষ্ট্রের টাকায় গণভবনে বসে খাবেন সেটা আর হবে না। এবার জনগণ ক্ষমতার খায়েশ মিটিয়ে দেবে। মনে রাখবেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন এটা দেশবাসী মেনে নেবে না।
১২ দলীয় জোটের নেতারা আরও বলেন, বাঘের লেজ দিয়ে কান চুলকাবার চেষ্টা করবেন না। আপনারা হয়তো জানেন না, জনগণ একবার ধরলে গর্তে পালানোর সময়ও পাবেন না।