হামাসের সঙ্গে ইসরাইলের যুদ্ধবিরতির মেয়াদ আরও দু’দিনের জন্য বাড়ানো হয়েছে। যুদ্ধবিরতি মধ্যস্থতাকারী কাতার যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কয়েকঘন্টা আগে এ কথা জানিয়েছে। এর ফলে আজ ২৮ ও কাল ২৯ নভেম্বর হামলা চালাবে না ইসরাইল। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে এমন তথ্য।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিখেছেন, গাজা উপত্যকায় মানবিক সমঝোতার মেয়াদ আরও দুই দিন বাড়ানোর বিষয়ে একটি ঐকমত্য হয়েছে। আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের পক্ষ থেকেও আরও দুই দিন যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর খবর নিশ্চিত করা হয়েছে।
প্রসঙ্গত, দেড় মাসের অধিক সময় ধরে চলা ইসরাইল হামাস যুদ্ধে গত শুক্রবার থেকে সোমবার পর্যন্ত ৪ দিনের যুদ্ধবিরতি চলছিল।
উল্লেখ্য, ইসরাইলের বর্বর হামলায় গাজায় এখন পর্যন্ত ১৪ হাজার ৮৫৪ ফিলিস্তিনির প্রাণ হারিয়েছেন।