‘২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ যোগ দিতে ঢাকায় আসবেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী শর্মিলা ঠাকুর।
আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হওয়া চলচ্চিত্র উৎসব চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত। এশিয়ান কম্পিটিশন বিভাগে জুরি হিসেবে দায়িত্ব পালন করবেন শর্মিলা ঠাকুর।
ঢাকা চলচ্চিত্র উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামাল জানান, ২০ থেকে ২৮ জানুয়ারি উৎসব চলাকালে ঢাকায় আসবেন শর্মিলা ঠাকুর। উৎসবে উপস্থিত থাকবেন এই অভিনেত্রী।
উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, এশিয়ান কম্পিটিশন বিভাগে শর্মিলার সঙ্গে বিচারক হিসেবে থাকবেন আরও চারজন। তারা হলেন রাশিয়ান প্রযোজক আনা সালাসিনা, চায়নিজ চলচ্চিত্র বিশেষজ্ঞ ও প্রযোজক শি চুয়ান, বাংলাদেশি নির্মাতা সামিয়া জামান এবং থাইল্যান্ডের নির্মাতা ও প্রযোজক টম ওয়ালার।
এছাড়াও পশ্চিমবঙ্গের কিংবদন্তি সংগীতশিল্পী ও চলচ্চিত্রকার অঞ্জন দত্ত উৎসবে যোগ দিবেন এবং তিনি একটি মাস্টারক্লাসেও অংশ নেবেন বলে জানা গেছে।
উৎসবের আয়োজক সংস্থা রেইনবো ফিল্ম সোসাইটির পরিচালক আহমেদ মোস্তফা জামাল জানান, এ বছর ৭০টি দেশ থেকে প্রায় ২৫০টি সিনেমা অংশ নিচ্ছে তাদের উৎসবে। ছবিগুলোর প্রদর্শনী হবে শিল্পকলা একাডেমি, জাতীয় জাদুঘর মিলনায়তন ও আলিয়ঁন্স ফ্রঁসেজে।