গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ১০টি যানবাহনে আগুন লাগার খবর পেয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।
মঙ্গলবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের উপ-পরিচালক শাহজাহান শিকদার বলেন, এ সময় এ সময় তিনটি বাস, একটি ট্রাক ও একটি ট্রেনের বগি পুড়িয়ে দেয়া হয় বলে জানান তিনি।
অগ্নিকাণ্ডগুলো ঘটেছে ঢাকা, হবিগঞ্জ, টাঙ্গাইল, খুলনা ও পাবনার ঈশ্বরদীতে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের ৫০ জন সদস্য আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, ২৮ অক্টোবর থেকে অবরোধ ও হরতাল চলাকালে এ পর্যন্ত ২২২টি গাড়িতে আগুন দেয়া হয়েছে।
এ সময় আওয়ামী লীগ কার্যালয়, বিএনপি কার্যালয়, পুলিশ বক্স, কাউন্সিলর কার্যালয়, বিদ্যুৎ কার্যালয়, বাস কাউন্টার, শোরুমসহ ১১টি স্থাপনা পুড়ে যায়।