যুক্তরাষ্ট্রের সামরিক ভি-২২ অসপ্রে মডেলের বিমান ৮ জন যাত্রী নিয়ে পশ্চিম জাপানের ইয়াকুশিমা আইল্যান্ডে বিধ্বস্ত হয়েছে।
জাপানের কোস্ট গার্ড জানিয়েছে, বিধ্বস্ত বিমানের একজনকে উদ্ধারকর্মীরা খুঁজে পেয়েছেন। তবে তিনি ‘নিঃশ্বাস নিচ্ছেন না’। অন্যদের অবস্থা সম্পর্কে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। খবর- বিবিসি
কোস্ট গার্ডের এক মুখপাত্র জানান, তারা জাপানের ইয়াকুশিমা দ্বীপের কাছাকাছি জায়গায় বিধ্বস্ত হওয়া বিমানের যাত্রীদের উদ্ধারে টহল নৌকা ও বিমান মোতায়েন করেছেন।
রয়টার্স জানায়, জাপানের প্রধান ক্যাবিনেট সেক্রেটারি হিরোকাজু বলেন, স্থানীয় সময় দুইটা চল্লিশ মিনিটে রাডার থেকে হারিয়ে যায়।
উল্লেখ্য, জাপানে অসপ্রে বিমান মোতায়েনের বিষয়টি বিতর্কিত। সমালোচকরা বলেন, এ ধরনের হাইব্রিড আকাশযানে দুর্ঘটনার সম্ভাবনা বেশি। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ও জাপান দাবি করেছে, এটি নিরাপদ।