দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের হয়ে লড়তে চেয়েছিলেন অভিনেত্রী মাহিয়া মাহি। কিন্তু দল থেকে তাকে মনোনয়ন দেওয়া হয়নি। তবে রাজশাহী ১ গোদাগাড়ী-তানোর আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছেন এই নায়িকা। সে অনুযায়ী মনোনয়ন পত্র জমা দিয়েছেন মাহি।
আজ বিকাল ৪ টার দিকে রাজশাহীর রিটার্নিং অফিসারের দপ্তরে মনোনয়ন পত্র জমা দেন মাহি। স্বতন্ত্র বললে আমার মনে কষ্ট লাগে। আমি মনে প্রাণে বঙ্গবন্ধুকে লালন করি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শ লালন করি। আওয়ামী লীগকে নিজের দল মনে করি।
চাঁপাইনবয়াবগঞ্জ থেকে নির্বাচন করতে চেয়ে রাজশাহী থেকে নির্বাচন করার বিষয়ে তিনি বলেন, ‘আমি আমার নানির বাড়ির এলাকা থেকে নির্বাচন করছি। এই এলাকার জনগনের সাথে বিভিন্ন কাজ দীর্ঘদিন থেকে করে যাচ্ছি। আর চাপাইনবয়াবগঞ্জে অনেক প্রার্থী আছে তাই এই এলাকা থেকে নির্বাচন করছি।’