বিনোদন

হিরো আলমের মনোনয়নপত্র বাতিল

মোহনা অনলাইন

বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম) আসনে আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল হয়েছে। আজ রোববার (৩ ডিসেম্বর) জেলার চারটি আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তারটি বাতিল করেন বগুড়া জেলা প্রশাসক। একইসঙ্গে বাতিল গয় আরও ১০জনের মনোনয়ন।

প্রার্থী চাইলে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন বলেও জানান তিনি।

এ বিষয়ে হিরো আলম বলেন, ‘দলীয় মনোনয়ন ফরম পূরণ না করে আমার উকিল (আইনজীবী) ভুল করে স্বতন্ত্র মনোনয়ন ফরম পূরণ করেছেন, আর হলফনামায় এক জায়গায় আমার স্বাক্ষর ছিল না। এটা এমন কোনো ভুল নয়, তাঁরা চাইলেই আজ এসব ঠিক করে নিতে পারতেন। কিন্তু অন্য প্রার্থীরা আপত্তি করায় আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এতে সমস্যার কিছু নেই।

হিরো আলম আরও বলেন, ‘প্রতি বছরই বাতিল হয়। এটা কোনো বিষয় নয়’। আমি নির্বাচন কমিশনে আপীল করব; সেখানে না পেলে হাইকোর্টে যাব। হিরো আলম ভোটের মাঠে ছিল, ভোটের মাঠেই থাকবে।’
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button