নাশকতার আট মামলায় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। ১১ জানুয়ারি পর্যন্ত তাকে আগাম জামিন দেওয়া হয়েছে। সোমবার বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নিপুণ রায়ের আইনজীবী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পণ্ড এবং পরবর্তীতে দায়ের করা আট মামলায় অ্যাডভোকেট নিপুণ রায়কে আগামী ১১ জানুয়ারি পর্যন্ত হাইকোর্ট আগাম জামিন আদেশ দিয়েছেন।