দীর্ঘ ৬০ দিন ধরে গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে সর্বাত্মক হামলা চালিয়েও সাফল্য না পাওয়ার প্রেক্ষাপটে এবার গাজার সুড়ঙ্গ নেটওয়ার্ককে সাগরের লোনা পানি ঢোকানোর পরিকল্পনা করছে ইসরাইল।
আল-শাতি শরণার্থী শিবির থেকে মাইলখানেক দূরে অন্তত পাঁচটি পাম্প বসিয়েছে ইসরাইল। এসব পাম্প ব্যবহার করে প্রতি ঘণ্টায় হাজারো ঘনমিটার পানি সরবরাহ করা সম্ভব। আগামী কয়েক সপ্তাহের মধ্যে পাম্প ব্যবহার করে সাগরের পানি টেনে এনে গাজায় সুড়ঙ্গগুলোয় ফেলা হবে।
গত মাসে ইসরাইল এ পরিকল্পনার কথা যুক্তরাষ্ট্রকে জানিয়েছিল বলে উল্লেখ করা হয়েছে। তবে ইসরাইলি কর্তৃপক্ষ পরিকল্পনা বাস্তবায়নে কত দূর এগিয়েছে, সে ব্যাপারে নিশ্চিত নন তারা। তবে এই পরিকল্পনা সফল হবে কিনা তা নিয়ে খোদ পরিকল্পনাকারীদের মনেই সংশয় সৃষ্টি হয়েছে। কারণ তারা এখনো হামাসের সুড়ঙ্গের প্রকৃত অবস্থান বুঝতে পারেনি। তবে সাগরের পানি প্রবেশ করানো হলে গাজার প্রকৃতি ও পরিবেশে ভয়াবহ ক্ষতি হবে, ফসল আর ফলবে না।
সাধারণত, সামরিক বাহিনী সুড়ঙ্গ পরিষ্কার করতে কুকুর ও রোবট ব্যবহার করে। কিন্তু ইসরাইল সময়, অর্থ ও লোকবল বাঁচাতে লোনা পানি ব্যবহার করার কথা ভাবছে।



