ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতনের এক দফা দাবিতে বিএনপি-জামায়াতের ২৮ অক্টোবর মহাসমাবেশের পর দেশে শুরু হয় হরতাল ও টানা অবরোধ। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী হরতাল-অবরোধের সময় আগুনে সারাদেশে গড়ে প্রতি তিন ঘণ্টায় একটি করে পণ্যবাহী পরিবহন এবং প্রতি চার ঘণ্টায় একটি করে যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে।
রাজনৈতিক সহিংসতায় এই পর্যন্ত ২৫০টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, ৫ ডিসেম্বর সকাল ৬টা থেকে ৬ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত ৩টি যানবাহনে আগুন লাগানোর সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ঢাকা সিটিতে ১টি, গাইবান্ধায় ১টি ও শেরপুরে ১টি করে যানবাহনে আগুন দেয়ার ঘটনা ঘটে। এতে ১টি বাস ও ২টি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়। এই আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৫ ইউনিট ও ২৫ জন জনবল কাজ করে।
অগ্নিসংযোগকৃত যানবাহনের মধ্যে রয়েছে বাস ১৫৫টি, ট্রাক ৪৩টি, কাভার্ডভ্যান ২১টি, মোটরসাইকেল ৮টি ও অন্যান্য গাড়ি ২৩টি।