আন্তর্জাতিক

সিরিয়ায় ইসরায়েলের ড্রোন হামলা, নিহত ৪!

মোহনা অনলাইন

দক্ষিণ সিরিয়ায় ড্রোন হামলা করেছে ইসরায়েল। শুক্রবারের (০৮ ডিসেম্বর) এই হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হিজবুল্লাহ সশস্ত্র গোষ্ঠীর সদস্যও আছেন বলে জানিয়েছে সিরিয়ার সরকারপন্থি সংবাদমাধ্যমগুলো। কাতারভিত্তিক সংবাদমাধ্যম  আল জাজিরা এ খবর জানিয়েছে।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান হামলার মধ্যেই এবার দক্ষিণ সিরিয়ায় ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল।

সিরিয়ার আল-ওয়াতান সংবাদপত্র ও শাম এফএম রেডিওর বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, সিরিয়ার দক্ষিণের বাথ শহরে ড্রোন হামলা করেছে ইসরাইলি বাহিনী। এই ঘটনায় নিহত চারজনের মৃতদেহ সিরিয়ার কুনেইত্রা শহরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

লেবাননের রাজধানী বৈরুত থেকে এক হিজবুল্লাহ কর্মকর্তা বলেন, নিহতদের মধ্যে তিনজন হিজবুল্লাহর সদস্য।

গত ৭ অক্টোবর থেকে হামাস-ইসরাইল সংঘাত শুরু হওয়ার পর ইসরাইলি বাহিনী ও হিজবুল্লাহর সংঘর্ষে এ পর্যন্ত ৯৩ জন হিজবুল্লাহ সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন।

সিরিয়ার অভ্যন্তরে প্রতিনিয়তই ব্যাপক হারে আক্রমণ করে আসছে ইসরাইলি বাহিনী। কিন্তু খুব কম সময়ই এই হামলার দায় স্বীকার করে ইসরাইল।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button