নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’র সমন্বয়কারী ও প্রশিক্ষণ শাখার প্রধানসহ ৬ জঙ্গিকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন র্যাটালিয়ন (র্যাব)।
রোববার রাতে নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ (পূর্বাচল) এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সমন্বয়কারীর নাম আব্দুর রাজ্জাক ওরফে ইসহাক ওরফে সাইবা।
আজ সোমবার সকালে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারি পরিচালক সিনিয়র এএসপি আ ন ম ইমরান খান তাদের আটকের বিষয়টি বাসস’কে নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেফতারকৃত ৬ জনের মধ্যে রাজধানীর আশুলিয়া, সাভার, মানিকগঞ্জ, গাজীপুর ও ময়মনসিংহ এলাকার আনসার আল ইসলাম’র প্রধান সমন্বয়কারী ও প্রশিক্ষণ শাখার প্রধান আব্দুর রাজ্জাক ওরফে ইসহাক ওরফে সাইবা রয়েছেন।
এ বিষয়ে আজ দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে
বিস্তারিত জানানো হবে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।