মেহেরপুরে গাংনীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১ হাজার ৬’শ ৭৬ পিচ ইয়াবাসহ দু’জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার সকাল ৭ টার সময় উপজেলার তেরাইল বাজারে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন,চট্টগ্রাম জেলার রাউজান থানার কদলপুর আমিরপাড়া গ্রামের মৃত আলহাজ্ব নূর মিয়ার ছেলে মোঃ সোলায়মান হায়দার(৪৫) ও গাংনী উপজেলার তেরাইল বাজার এলাকার মৃত আব্দুল গনির ছেলে জাহাঙ্গীর আলম(৩৭)।
র্যাব-১২( গাংনী ক্যাম্প)এর সহাকারী পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান জানান, গাংনী উপজেলার তেরাইল বাজার এলাকায় মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি চৌকস দল অভিযান চালিয়ে দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।এ সময় মো. সোলায়মান হায়দারের কাছে তল্লাশি করে ১ হাজার পিস ইয়াবা ও একটি নোকিয়া বাটন ফোন এবং জাহাঙ্গীর আলমের কাছে তল্লাশি করে ৬৭৬ পিস ইয়াবা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে মেহেরপুর জেলা সহ বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য বিভিন্ন মাদকসেবীর নিকট ক্রয় বিক্রয় করে আসছিল।
গ্রেপ্তারকৃত আসামিদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।