জাতীয়সংবাদ সারাদেশ
নেত্রকোণায় শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো চলছে
নেত্রকোণা প্রতিনিধি: মলয় রঞ্জন সরকার
নেত্রকোণায় প্রায় চার লাখ শিশুকে ‘ভিটামিন এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। ইউনিসেফসহ বেশ কয়েকটি জাতীয় ও আন্তর্জাতিক দাতা সংস্থার সহযোগিতায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
মঙ্গলবার সকাল ৮ টা থেকে শুরু ভিটামিন এ’ এর অভাবজনিত রোগ প্রতিরোধে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উদ্যোগে এই ভিটামিন খাওয়ানো হচ্ছে শিশুদের।
সিভিল সার্জন ডা. মো. সেলিম মিয়া জানান, জেলায় মোট তিন লাখ ৮৯ হাজার শিশুর মধ্যে ছয় থেকে ১১ মাস বয়সী শিশুকে একটি নীল রঙের ‘ভিটামিন এ’ ক্যাপসুল ও ১২ মাস থেকে ৫৯ মাসের শিশুদের একটি লাল রঙের ‘ভিটামিন এ ক্যাপসুল’ খাওয়াতে ২ হাজার ১৪২টি টিকাদান কেন্দ্র রয়েছে।