ঘন কুঁয়াশার কারনে ঢাকাগামী সুরভী-৮ ও টিপু-১৪ লঞ্চের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় এক যাত্রী নিহত হয়। মঙ্গলবার মধ্যরাতে মেঘনা নদীর চাঁদপুর জেলার চরভৈরবী এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক মো. বশির আলী খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘন কুয়াশার কারণে মেঘনা নদীতে ঢাকাগামী সুরভী -৮ ও ঢাকা থেকে ভোলার চরফ্যাশন গামী টিপু-১৪ লঞ্চে সংঘর্ষ হয়। ওইসময় রডের আঘাতে সোহেল নামের যাত্রী মারা যান।
এদিকে চাঁদপুর বিআইডব্লিউটিএর উপ-পরিচালক সাহাদাত হোসেন, চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর এলাকায় এম ভি রফরফ-৭ ও এম ভি এ আর খান-১ লঞ্চের সংঘর্ষ হয়। তবে এই ঘটনায় কোন হতাহত হয়নি।