অভিনেতা জানান তিনি ট্রলিং ফলো করেন ন আ তবে, কাছের মানুষদের কাছ থেকে, বন্ধু-বান্ধবদের কাছ থেকে যখন এসব শুনতে হচ্ছে তখন অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে যা বলে বোঝানোর মতো না।
গত ২৭ নভেম্বর বন্ধু গায়ক অনুপম রায়ের সাবেক স্ত্রী, পিয়া চক্রবর্তীকে বিয়ে করেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে আলোচিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে এই বিয়ে।
ভালোবেসে ২০১৫ সালে পিয়া চক্রবর্তীর সঙ্গে ঘর বেঁধেছিলেন অনুপম। যেই সংসারের স্থায়ীত্ব হয়েছিল ৬ বছর। ২০২১ সালের ১১ নভেম্বর বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন এই গায়ক।
এরপর পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে পিয়ার প্রেমের গুঞ্জন ছড়ায়। করোনাভাইরাস মহামারি শুরুর দিকে পরমব্রতর সঙ্গে পিয়ার ঘনিষ্ঠতা বাড়ে। এরপর গত ২৭ নভেম্বর বিয়ের কথা জানান পরম-পিয়া।
এ নিয়ে শুরু থেকেই বউ ভাগানোর অপবাদ শুনছেন পরম। বন্ধুত্বের সুযোগে বন্ধুর বউকে চুরি করেছেন এমন কথার চর্চাও হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
তব্র পরমব্রত জানান “সম্পর্ক নিয়ে মানুষ সবসময় যেভাবে ভাবেন বা বিচার করেন তেমনটা নাও হতে পারে। আর কোনো সম্পর্কের মাপকাঠি সামাজিক যোগাযোগমাধ্যমে কখনোই নির্ণয় করা যায় না। সেখানে কে কী দৃষ্টিভঙ্গি প্রকাশ করলো তাতে আমার কিছু যায় আসে না।”