মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীসহ দেশের ছয়টি স্থানে নৌবাহিনীর জাহাজগুলো দুদিন জনসাধারণের ঘুরে দেখার জন্য উন্মুক্ত রাখা হবে। বুধবার (১৩ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, ১৫ ও ১৬ ডিসেম্বর জাহাজগুলোতে বেলা ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত এসে ঘুরে দেখতে পারবেন সাধারণ মানুষ।
স্থানগুলো হলো-রাজধানী ঢাকার সদর ঘাঁট বানৌজা চিত্রা, নারায়ণগঞ্জের পাগলা নেভাল জেটিতে বানৌজা অদম্য, চট্টগ্রামের নেভাল জেটি নিউমুরিংয়ে বানৌজা সমুদ্র অভিযান, খুলনার বিআইডব্লিউটিএ রকেট ঘাঁটে বানৌজা শহিদ মহিবুল্লাহ, মোংলার দিগরাজ নেভাল বার্থে বানৌজা তুরাগ, বরিশালের বিআইডব্লিউটিএ ঘাঁটে বানৌজা শহিদ আখতার উদ্দিন ও পটুয়াখালীর পায়রা বন্দর জেটেত বানৌজা শহিদ দৌলত।