জাতীয়সংবাদ সারাদেশ

পায়রা বন্দরে ধারাবাহিকভাবে পন্য খালাশ করবে মেঘনা গ্রুপ

মোঃ খোকন হাওলাদার, পটুয়াখালী 

ওপিসি ক্লিংকার ও লাইম স্টোনবাহী  মাদার ভেসেল এমভি মেঘনা হারমনি (Mv. MEGHNA HARMONI) পায়রা বন্দরের ইনার এ্যাংকোরেজে নোঙর করেছে। দেশের অন্যতম বৃহত শিল্প প্রতিষ্ঠান মেঘনা গ্রুপের এ জাহাজটি প্রথমবারের মতো পন্য খালাশের জন্য পায়রা বন্দরে এসেছে।
জাহাজটি ৪৩,৭০০মে.টন ওপিসি ক্লিংকার ও ১০১০০ মে.টন লাইমস্টোন নিয়ে পায়রা  বন্দরের ফেয়ারওয়েতে আসে।
আউটার এ্যাংকোরেজে ১৬০০০ মে.টন কার্গো  লাইটার করার পর ৩৭,৮০০ মে.টন কার্গো নিয়ে জাহাজটি বুধবার  মধ্য রাতে পায়রা বন্দরের ইনারে এ্যাংকোরেজে পৌছায় ।
পায়রা বন্দর কতৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল গোলাম সাদেক বন্দরের  ইনার এ্যাংকোরেজে  জাহাজটি পরিদর্শন করেন।
মেঘনা গ্রুপের আরো  একটি  জাহাজ ৬০,৫০০ মে.টন লাইমস্টোন নিয়ে বৃহস্পতিবার রাতে  পায়রা বন্দরে পৌছাবে। এছাড়াও একই গ্রুপের   আরও ৫ টি জাহাজের এলসি প্রক্রিয়াধীন রয়েছ যা পায়রা বন্দরে পন্য খালাস করবে। ক্যাপিটাল ড্রেজিংএর পর এর মাধ্যমে পায়রা বন্দরে আরও একটি মাইল ফলক উন্মোচিত হলো বলে মন্তব্য করেছেন বন্দর চেয়ারম্যান।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button