জাতীয়সংবাদ সারাদেশ

পিরোজপুরে নানা আয়োজনে পালিত হচ্ছে মহান বিজয় দিবস 

মোঃ নুর উদ্দিন, পিরোজপুর

পিরোজপুরে নানা আয়োজনে পালিত হচ্ছে মহান বিজয় দিবস । এ উপলক্ষে শনিবার সূর্যোদয়ের সাথে সাথে স্থানীয় বলেশ^র ঘাটের শহীদ স্মৃতি স্তম্ভে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মস‚চি শুরু হয়। সাথে সাথে শহরের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে ও সড়কে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এর পরে শহীদ স্মৃতি স্তম্ভে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ.ম. রেজাউল করিম এমপি, পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মো: শরিফুল ইসলাম (পিপিএম), জেলা পরিষদের চেয়ারম্যান সালমা রহমান হেপী, পৌর আওয়ামীলীগের সভাপতি সাদউল্লাহ লিটন।
এসময় জেলা পরিষদ, স্বাস্থ্য বিভাগ, জেলা তথ্য অফিস, সরকারী সোহরাওয়ার্দী কলেজ, সরকারী মহিলা কলেজ, সড়ক বিভাগ, এলজিইডি, গতপূর্ত বিভাহ সহ জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুলেল শ্রদ্ধা জানান।
পরে জেলা স্টেডিয়াম মাঠে পুলিশ বাহিনী, আনসার সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শারিরীক কসরত প্রদর্শন করেন। এরপর সেখানে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। এ ছাড়াও বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান নানা কর্মসূচী গ্রহন করেছে।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button