বিনোদন

বাবাকে নিয়ে ভুল উত্তর! ধমক খেলেন শাহরুখের মেয়ে

মোহনা অনলাইন

অমিতাভ বচ্চনের কুইজ শোতে অতিথি হিসেবে আসেন সুহানা খান ও অগস্ত্য নন্দা। সেখানে বাবাকে নিয়ে প্রশ্ন করতে ভুল উত্তর দেওয়ায় অমিতাভ বচ্চনের ধমক খেলেন শাহরুখ-কন্যা। কি এমন প্রশ্ন করা হয়েছিল তাকে?

‘আর্চিজ’-এর প্রচারে পরিচালক মেঘনা গুলজারের সঙ্গে কেবিসিতে হাজির হয়েছিলেন সুহানা। সেখানেই শাহরুখ খানকে নিয়ে এক প্রশ্ন করেন অমিতাভ। তিনি জানতে চেয়েছিলেন, কোন পুরস্কার শাহরুখ এযাবৎ পাননি? দিয়েছিলেন চারটি অপশন..– A) Padma Shri, (B) Legion of Honour, (C), L’Etoile d’Or and (D) Volpi Cup…।

সুহানা আত্মবিশ্বাসের সঙ্গে বলেন এর মধ্যে পদ্মশ্রী পাননি শাহরুখ। যদিও সঠিক উত্তর ছিল ভলপি কাপ। নিজের মেয়ে হয়েও ভুল উত্তর দেওয়ায় সুহানার উপর রীতিমতো রেগে যান অমিতাভ। দাঁত-মুখ খিঁচিয়ে ওঠেন। তিনি বলেন, “মেয়ে নিজেই জানে না, বাবা কী পেয়েছে? বাবা শুধু বলে পাঠিয়েছে সামনে যে লোকটা (অমিতাভ) বসে থাকবে সে তোমার বাবারও বাবার চরিত্রে অভিনয় করেছেন। তাই ওঁকে গিয়ে বলবেন সোজা প্রশ্ন করতে। সেটাই করেছি। কিন্তু তুমি সেটাই পারলে না।” এই প্রশ্নের উত্তর দিতে না পারায় লজ্জায় লাল হয়ে যান সুহানাও। কিন্তু কী আর করা যাবে! ভুল যে ভুলই হয়…।

 

author avatar
Online Editor SEO
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button