বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে । সকালে কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক কর্তৃক জাতীয় পতাকা উত্তোলন, অস্থায়ী শহীদ বেদীতে কনস্যুলেটের কর্মকর্তা কর্মচারীদের পুষ্পস্তবক অর্পণ। এরপর বাংলাদেশের ইন্টারন্যাশনাল স্কুল বাংলা ও ইংলিশ কারিকুলাম, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠন, সামাজিক, সাংস্কৃতিক ও প্রবাসীদের বিভিন্ন সমিতির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
আলোচনা সভার শুরুতেই পবিত্র কোরআন তেলোয়াত ও মোনাজাত, এক মিনিট দাড়িয়ে নীরবতা পালন করেন। বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতির, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী’র ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রেরিত বাণী পাঠ করেন মিনিস্টার শ্রম কাজী এমদাদুল ইসলাম, কাউন্সিলর হজ্ব জহিরুল ইসলাম, কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা ও কাউন্সিলর পাসপোর্ট আবু লাইছ। এরপর মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধুর উপর নির্মিত ভিডিও চিত্র প্রদর্শন করা হয়, আলোচনা সভায় বক্তারা পাকিস্তানী হানাদার বাহিনী থেকে বাংলাদেশের বিজয়ের যেভাবেই ছিনিয়ে এনেছিল বঙ্গবন্ধুর হাত ধরেই ঠিক বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা টিকিয়ে রাখতে প্রধানমন্ত্রী বিকল্প নেই বলে উল্লেখ করেন। কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হকের বক্তব্যের মধ্য দিয়েই বিজয় দিবসের প্রথম পর্ব শেষ হয়।