আগামী জানুয়ারি থেকে ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি আন্তনগর ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন লাগার ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে রেলমন্ত্রী এ কথা জানান।
এর আগে গত ৬ ডিসেম্বর রেলভবনে এক সংবাদ সম্মেলনে রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন একই কথা বলেছিলেন। সেসময় তিনি বলেন, ঢাকা থেকে সকাল সোয়া ৬টায় ছেড়ে ট্রেনটি কক্সবাজার পৌঁছবে বিকাল ৩টায়। নতুন এই ট্রেনের তিনটি নাম প্রস্তাব করা হলেও এখনও নাম চূড়ান্ত করতে পারেনি রেলওয়ে। নামগুলো হলো– পালংকি এক্সপ্রেস (কক্সবাজারের প্রাচীন নাম), তরঙ্গ এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস।
মন্ত্রী বলেন, গত ১৬ নভেম্বর থেকে আজ পর্যন্ত অগ্নিসংযোগ এবং রেললাইন কেটে ফেলার কারণে দেশের বিভিন্ন স্থানে পাঁচজন নিহত এবং ৫০ জন আহত হয়েছে। এছাড়া ৫টি ট্রেন ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও বলেন, একটি গণতান্ত্রিক দেশে রাজনৈতিক কর্মসূচি দিতেই পারে। কিন্তু কেন এই সহিংসতা? এভাবে সহিংসতা চলতে থাকলে তো আমাদের পক্ষেও নিরাপত্তা দেওয়া সম্ভব না।
তিনি বলেন, রেল এখন নিরাপদ ও কম ঝুঁকিপূর্ণ বাহন। রেলকে আরও জনপ্রিয় করতে আমরা অনেক উন্নয়ন করেছি। সেই উন্নয়ন অব্যাহত থাকবে।