জাতীয়

আজ থেকে নির্বাচনী মাঠে থাকবো: শামীম ওসমান

মোহনা অনলাইন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) মেয়র নির্বাচন নিয়ে আলোচনায় ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। এ বিষয়ে আজ সোমবার শহরে চাষাড়ায় সংবাদ সম্মেলন করেছেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আজ থেকে আমি নির্বাচনী প্রচারে নামলাম।’

সোমবার দুপুর ২টায় অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে নেতা-কর্মীরা তাঁর সঙ্গে ছিলেন। শামীম ওসমান বলেন, ‘নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি, শেখ মুজিবের ঘাঁটি এখানে অন্য খেলার সুযোগ নেই। কে প্রার্থী হু কেয়ার, কলাগাছ না, আমগাছ সেটা দেখব না।’ শামীম ওসমান বলেন, ‘আমাদের দেখার বিষয় আমাদের এটা স্বাধীনতার নৌকা, শেখ হাসিনার নৌকা, বঙ্গবন্ধু শেখ মুজিবের নৌকা, আওয়ামী লীগের নৌকা। এই নৌকার বাইরে যাওয়া, আমরা যারা আওয়ামী লীগকে ভালোবাসি তাঁদের যাওয়ার সুযোগ নেই। কোনো পদ-পদবি পাওয়ার জন্য আমরা রাজনীতি করি না।’

শামীম বলেন, ‘আমি ভেবেছিলাম খুব খুশি মনে আমি আমাদের প্রার্থীর পক্ষে ঝাঁপিয়ে পড়ব। কিন্তু কারা আমার নামে কী রিপোর্ট দিল, তা নিয়েই আলোচনা হচ্ছে। এখানে আমার জন্ম, আমার মৃত্যু এখানেই হবে। আমি বলছি আমি কাউকে ব্লেম করি নাই। একজন মেয়ের নাম বলে একজন আমাকে বলেছিল ওনাকে নিয়ে আমি ব্লেম করেছি। আমি তাঁকে ধমক দিয়ে বলেছিলাম—তাঁর নাম নিব না। তাঁকে আমি কিছু বলি নাই।’ শামীম ওসমান বলেন, ‘আমি নাম বলব না; কিন্তু তাঁকে বলব আল্লাহর কাছে ক্ষমা চান।’

প্রসঙ্গত, ১৬ জানুয়ারি নাসিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে নৌকার মনোনয়ন পেয়েছেন সেলিনা হায়াৎ আইভী। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন তৈমুর আলম খন্দকার।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button