বাজপাখির নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে যাত্রীবাহী একটি বিমানের ৮০টি টিকেট কেটেছেন সৌদি যুবরাজ
নিজের পোষা বাজপাখি পরিবহনে একটি উড়োজাহাজের ৮০টি টিকেট কিনেছিলেন সৌদি রাজপরিবারের এক যুবরাজ। ঘটনাটি ঘটেছিল ২০১৭ সালে। তবে বিষয়টি প্রকাশ্যে আসে সম্প্রতি।
একটি প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, বাজপাখির নিরাপদ ভ্রমণ নিশ্চিতে একটি যাত্রীবাহী বিমানের ৮০টি টিকেট কাটেন সৌদি যুবরাজ। প্রতিটি সিটে একটি করে বাজপাখি বসানো হয়।
উড়োজাহাজে বাজপাখির বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যম রেড্ডিটে ল্যান্সো নামে একটি অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যায়, প্রতিটি সিটে একটি করে বাজপাখি বসে আছে। সেগুলোর মাথায় হুড ও পা নিরাপদভাবে বাধা।
তথ্য বলছে পাখিদের নিজস্ব পাসপোর্ট রয়েছে। এই পাসপোর্ট ব্যবহার করে মালিকরা পাখিকে নিয়ে যান এক দেশ থেকে অন্য দেশে । সেখানে এই পাখি দিয়ে শিকার ও প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়।
কাতার এয়ারওয়েজে একজন মালিককে ছয়টি বাজপাখি পরিবহনের অনুমতি দেওয়া হয়। এই বাজপাখিগুলো একটি করে লাগেজ নেওয়ার ও অনুমতি পায়।