নিজের হাতে তৈরি প্যানকেক স্বামীকে খেতে দিয়ে প্রাণটাই খোয়ালেন এক নারী (৮১)। সম্প্রতি এ ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রে।
মার্কিন সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, ওই নারীর স্বামী (৮৫) কিছুদিন আগে স্ট্রোক করেছিলেন। এরপর তার স্বাস্থ্য ফিরিয়ে আনার জন্য তিনি খাবারের প্রতি যত্নশীল হওয়া শুরু করেন। স্বাস্থ্যকর খাবার খাওয়ানোর উদ্দেশেই স্বামীর জন্য প্যানকেক বানিয়েছিলেন তিনি। কিন্তু তার স্বামী প্যানকেক খেতে নারাজ। শেষ পর্যন্ত ছুরিকাঘাতে তাকে হত্যাই করে ফেলেন।
অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার ইউএস অ্যাটর্নি অফিসের প্রকাশিত বিবৃতি অনুসারে, স্টিভেন শোয়ার্টজ তার স্ত্রী শ্যারন শোয়ার্টজকে ১০ ডিসেম্বর রান্নাঘরের ছুরি দিয়ে হত্যা করেছেন।
৮১ বছর বয়সী বৃদ্ধাকে তার ওয়াশিংটন ডিসি বাড়ি থেকে ছুরিকাঘাত পাওয়া অবস্থায় উদ্ধার করা হয়েছে। তার স্বামী কেও বাড়ির ভিতরে আঘাতপ্রাপ্ত অবস্থায় পাওয়া গেছে। তিনি নিজেই নিজেকে আহত করেছেন।
নিহত নারীর স্বামী শোয়ার্টজ বলেন, হত্যার দিন সকালে তার স্ত্রী তাকে একটি প্যানকেক খাওয়ানোর চেষ্টা করছিলেন। পরে তিনি এটি খেতে পারবেন না বলে জানান। এরপর তিনি শুনতে পান দেয়ালে কেউ প্লেট ভেঙেছে। পরেই ছুরি হাতে নিয়ে নিজেকে হত্যার হুমকি দেন তিনি।
তদন্তকারীরা জানান, এ ঘটনার পর লোকটির যা মনে ছিল সে অনুযায়ী তিনি তার স্ত্রীকে মাটিতে পড়ে থাকতে দেখেন।প্রতিবেশীরা বাড়ির ভেতর থেকে চিৎকার শুনে দম্পতির ছেলেকে ডাকেন। লোকটি তার স্ত্রীকে হত্যার কথাও স্বীকার করেছেন।
আহত হওয়ার পর তাকে ও তার স্ত্রীকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার স্ত্রীকে মৃত ঘোষণা করা হয়। পরে ময়নাতদন্তের রিপোর্টে দেখা যায়, পিঠে একবার ছুরিকাঘাত করা হয়েছিল। আর ছুরির ফলা নারীর হৃদপিন্ডে বিঁধেছ