ব্যালেরিনা লেন্থের, কালো ও নীল রঙের এই পোশাকটি প্রিন্সেস ডায়ানা সর্বপ্রথম পরেছিলেন ১৯৮৫ সালে ফ্লোরেন্সের একটি অনুষ্ঠানে।
প্রয়াত প্রিন্সেস ডায়ানার একটি পোশাক নিলামে রেকর্ড ১১ লাখ মার্কিন ডলারের বেশি মূল্যে বিক্রি হয়েছে। এখন পর্যন্ত নিলামে বিক্রি হওয়া ডায়ানার পোশাকের মধ্যে এটাই সর্বোচ্চ দাম।
কালো ও নীল রঙের ব্যালেরিনা লেন্থের ওই পোশাকটি প্রিন্সেস ডায়ানা সর্বপ্রথম ১৯৮৫ সালে ফ্লোরেন্সে একটি অনুষ্ঠানে পরেছিলেন। পোশাকটির ডিজাইনার মরক্কো বংশোদ্ভূত জ্যাকস আজাগুরি। পরের বছর কানাডার ভ্যাঙ্কুভার সফরের সময়ও ওই পোশকটি পরেন ডায়ান এবং ওই পোশাক পরে তার সেই সফরের সময়ের ছবি রয়েছে।
লস অ্যাঞ্জেলেস ভিত্তিক জুলিয়েন্স অকশনে পোশাকটি বিক্রি হয়। গত রোববার জুলিয়েন্স অকশন্স কর্তৃপক্ষ জানান, ম্যাচিং আনুষঙ্গিকসহ পোশাকটি ১১ লাখ ৪৮ হাজার ৮০ মার্কিন ডলারে বিক্রি হয়েছে। যেটির ভিত্তি মূল্য ধরা হয়েছিল এক থেকে দুই লাখ মার্কিন ডলার।
পোশাকটির সঙ্গে রয়েছে শোল্ডার প্যাড, একটি নীল স্কার্ট ও একটি স্যাশ। এটি তৈরিতে ফ্যাব্রিক ঠিক করেছিলেন বিশ্ববিখ্যাত টেক্সটাইল মার্চেন্ট জ্যাকব শ্লেফার। আর পোশাকে থাকা মেটালিক অ্যামব্রয়ডারি করা স্টারগুলো বসিয়েছিলেন জ্যাকস আজাগুরির ডিজাইন টিম। রাজপরিবারের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে অনন্য সব পোশাক পরতেন ডায়ানা।