বিনোদন

‘গিলি গিলি ছু’…সত্যিই ভ্যানিশ!

মোহনা অনলাইন

পিসি সরকার জুনিয়র টিভি৯ বাংলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে জাদু-সম্রাট বলেছেন, আর ম্যাজিক করবেন না। কারণ ম্যাজিক দেখবেন ক’জন? আনন্দই বা পাবেন কারা? সমাজ বদলে গেছে। বদলে গেছে মানুষের মনোভাব। রূপকথারা তেপান্তরে হারিয়ে গেছে। এখন আর কেউ জাদুদণ্ডের ভেল্কি দেখার অপেক্ষায় বসে থাকে না। কারণ সমাজে এখন দুর্নীতির জাদু চলছে। আর সেই জাদু ভ্যানিশ করে দিচ্ছে মানুষের স্বপ্নগুলোকে।

‘গিলি গিলি ছু’…সত্যিই ভ্যানিশ। জাদুই ভ্যানিশ হতে চলেছে। সব ফুল ঝরে গেছে, স্টেজে আর বসন্ত আসবে না… কারণ ম্যাজিকটাই তো ম্যাজিকের মতো উবে যেতে বসেছে। জাদুই যে ছেড়ে দিচ্ছেন জাদুকর। কারণ ম্যাজিক দেখবেন ক’জন? আনন্দই বা পাবেন কারা? সমাজ বদলে গেছে। কারণ সমাজে এখন দুর্নীতির জাদু চলছে।

রাজনীতি নিয়ে তার অভিযোগ একাধিক। সমাজের নানা স্তরের দুর্নীতি নিয়েও তিনি সরব। জাদু-সম্রাট বলেছেন, চাকরিতে দুর্নীতি, শিক্ষক নিয়োগে দুর্নীতি – চারদিকেই শুধু মিথ্যাজাল আর অরাজকতা। প্রতারণার জালে মানুষ আবদ্ধ, তাই মায়াজালের আর দরকার নেই। দুর্নীতির জালে আটকে পড়ে হাঁসফাঁস করছে সমাজ। দেশকে শুধরোনোর দায়িত্ব নিতে হবে পরবর্তী প্রজন্মকেই।

রাজনীতিতে যোগদান কি তার ভুল সিদ্ধান্ত ছিল? টিভি৯ বাংলাকে জাদু-সম্রাট বলেছেন, রাজনীতিতে এসে তিনি ঠকেছেন। এ নিয়ে তার চরম আক্ষেপ রয়েছে। প্রসঙ্গত, ২০১৪ সালের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর ভাষণে অনুপ্রাণিত হয়ে বিজেপি-র টিকিটে বারাসাত কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন সরকার জুনিয়র। যদিও ওই নির্বাচনে জিততে পারেননি তিনি। পিসি সরকার বলছেন, ভুল হাতে ক্ষমতা যাচ্ছে। সমাজ বদলানোর দায়িত্ব কারও নেই, বরং অরাজকতা সমাজকে শেষ করে দিচ্ছে।

এর আগেও একবার জাদু-সম্রাট বলেছিলেন, কোনও দলই যদি পরিকল্পনামাফিক কাজ না করে তাহলে তিনি সেই দলের হয়ে এগোবেন না। ভোটে জিতলেও পরদিনই পদত্যাগ করে দেবেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button