আয়ের ঝুলি সেভাবে ফুলেফেঁপে না উঠলেও প্রশংসার ঝাঁপি উপচে পড়ছে শাহরুখ খানের ‘ডানকি’র। ছবিটি অবৈধ অভিবাসন সমস্যার ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। যা আসলেই একটি গুরুত্বপূর্ণ সমস্যা। ছবির গল্পের প্রশংসা করছেন বুঝদার দর্শকরা। সেইসঙ্গে চিরচেনা শাহরুখকে ফিরে পেয়ে খুশি অনেকে।
বলিউড বাদশাহ শাহরুখ খানের বছরের তৃতীয় সিনেমা ‘ডাঙ্কি’ বক্স অফিস কাঁপাতে না পারলেও দর্শকের আবেগে নাড়া দিয়েছে বেশ। এ জন্যই হয়তো ভারতের রাষ্ট্রপতি ভবনে দেখানো হলো সিনেমাটি। ভারতীয় গণমাধ্যমের খবর, রবিবার (২৪ ডিসেম্বর) ‘ডানকি’র বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়।
জানা গেছে, বড়দিনে ২০০ কোটি রুপি পার করেছে শাহরুখের এই ছবি। বছরের অন্য দুটি ছবি বক্স অফিস কাঁপালেও এটি তার ধারে কাছে যায়নি। কিন্তু বলিউড বাদশা এই ছবি করার পর চোখের পানি ফেলেছেন। শাহরুখের মতে, ‘ডাঙ্কি’ তার জীবনের শ্রেষ্ঠ সিনেমা।
এটি পরিচালনা করেছেন রাজকুমার হিরানি। ছবিতে শাহরুখের চরিত্রের নাম হার্ডি। হার্ডি ও তার চার বন্ধুর কাহিনি তুলে ধরা হয়েছে। স্বপ্নপূরণ করার জন্য তারা লন্ডনে যেতে চান। কিন্তু হার্ডি ও তার বন্ধুরা কেউ ইংরেজি ভালো জানেন না, তাই ভিসা পেতে সমস্যা হয়। এরপর সোজা রাস্তা ছেড়ে হার্ডির নেতৃত্বে পাঞ্জাব থেকে তারা রওনা দেন লন্ডনের পথে। যে পথের সঙ্গী নানা ধরনের বিপদ। শাহরুখ খান ছাড়াও তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানিসহ আরও অনেকে অভিনয় করেছেন ‘ডানকি’ ছবিতে।