রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের (সিইসি) সভাপতি এলা পামফিলোভা কমিশনের এক বৈঠকে বলেছেন, দেশটির আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট পদে মনোনয়নের জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ২৯ জনে দাঁড়িয়েছে। খবর তাস’র।
তিনি বলেন,‘আমাদের অনেক সহকর্মী বর্তমানে প্রতিযোগীদের কংগ্রেসে যোগ দিচ্ছেন।’
তিনি উল্লেখ করেন, ‘এখন পর্যন্ত এই সংখ্যা ২৯ জনে দাঁড়িয়েছে।’
রুশ প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে দেশটির আইন অনুযায়ী, স্ব-মনোনীত প্রার্থীদের অবশ্যই ভোটারদের একটি গ্রুপের সমর্থন নিশ্চিত করে ঐ গ্রুপের বৈঠকের ব্যাপারে সিইসিকে আগে থেকেই অবহিত করতে হবে এবং আগামী ২৭ ডিসেম্বরের মধ্যে কমিশনে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। রাশিয়ার রাজনৈতিক দলগুলোর কংগ্রেসে তাদের দলের প্রার্থীদের মনোনয়ন দেওয়ার অধিকার রয়েছে। এক্ষেত্রে দলীয় প্রার্থীদের আগামী ১ জানুয়ারির মধ্যে কাগজপত্র জমা দিতে হবে।
২০২৪ সালের ১৫ থেকে ১৭ মার্চ রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।