জাতীয়সংবাদ সারাদেশ
কিছু দেশী-বিদেশী চায় না বাংলাদেশ স্থীতিশীল থাকুক
মোঃ মাছুম বিল্লাহ (কাঠালিয়া) ঝালকাঠি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কিছু দেশী-বিদেশীরা চায় না । বাংলাদেশ স্থীতিশীল থাকুক, উন্নতদেশ হউক, মানুষ শিক্ষিত হউক বা ভাল থাকুক অনেক দেশ তা চায় না, ওদের সাথে আমাদের দেশের কিছু দালাল পরদেশী যোগদান করেছে। এ দালালী এদেশে চলবে না, দালালী করলেও কোন লাভ হবে না। বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান, বর্তমান ঝালকাঠি-১ আসনের নৌকা মার্কার প্রার্থী ব্যারিষ্টার এম শাহজাহান ওমর বীর উত্তম আজ ২৬ ডিসেম্বর মঙ্গলবার বিভিন্ন স্থানে গনসংযোগ ও পথ সভায় এ কথা বলেন।
তিনি আরও বলেন, এই যে ৭ই জানুয়ারি নির্বাচন এখানে আমাদের ৭০ ভাগ শতকরা ভোটার দেখাতে হবে, বিনা সিল মারায়, যাদের ভোট আছে সকল ছেলে-মেয়েদের নিয়ে আপনারা ভোট কেন্দ্রে উপস্থিত হবেন। এ সময় উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া সিকদার, ভাইস চেয়ারম্যান মোসাঃ ফাতেমা খানম, ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন, মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, সাবেক জেলা পরিষদ সদস্য এস এম আমিরুল ইসলাম লিটনসহ দলীয় নেতৃবৃন্দ।