প্রথম ঝলকেই চমকে দিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। এর আগে ব্রাত্য বসুর পরিচালনায় ‘ডিকশনারি’ ছবিতে অভিনয় করেছেন তিনি। ফের বড়পর্দায় ফিরছে সেই জুটি। ইতোমধ্যে টিজার ট্রেলারে আলোড়ন তুলেছে ‘হুব্বা’। ছবিটি সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে একদিনে মুক্তির ব্যবস্থা করতে যাচ্ছে জাজ মাল্টিমিডিয়া।
জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেন, ‘‘হুব্বা’ সিনেমায় হুব্বা মানে মোশাররফ করিম একজন গ্যাংস্টার থাকেন।
সময়টা আটের দশক। অপরাধ জগতে ধীরে ধীরে উত্থান হয় হুগলির দাউদ ইব্রাহিম খ্যাত হুব্বা শ্যামলের। সেই সময় কলকাতার নিকটবর্তী মফঃস্বল কোন্নগর ও রিষড়ায় গঙ্গার ধার বরাবর ও এক্সপ্রেসওয়ের দিকে একাধিক কারখানা ছিল। সেখানকার শ্রমিকদের থেকেই হপ্তা তুলে অপরাধ জগতে হাতেখড়ি শ্যামলের। নয়ের দশকে তার ক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গেই ধীরে ধীরে এলাকায় ঘটতে শুরু করে চাঁদাবাজি, ডাকাতি, খুনের মতো একাধিক অপরাধমূলক ঘটনা। অন্ধকার জগতের একচ্ছত্র ক্ষমতার অধিকারী সেই হুব্বা শ্যামলের কাহিনীই এবার পর্দায় তুলে আনছেন পরিচালক ব্রাত্য বসু।
জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেন, হুব্বা ‘র ট্রেইলার অনলাইনে দেখে আমাদের মনে হলো, মোশাররফ করিমের এমন একটি সিনেমা বাংলাদেশের দর্শকের দেখার সুযোগ থাকা উচিত। সে আলোকে জাজ ‘হুব্বা’ বাংলাদেশে পরিবেশনার দায়িত্ব নিয়েছে।’’