আন্তর্জাতিক

নেতানিয়াহু এবং হিটলারের মধ্যে কোনো পার্থক্য নেই: তুরস্ক প্রেসিডেন্ট

মোহনা অনলাইন

এবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করে এক কঠিন মন্তব্য করলেন। ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথে ইতিহাসের আলোচিত ইহুদী হত্যাকারী হিসেবে পরিচিত অ্যাডলফ হিটলারের তুলনা করে বলেন,  ‘বেনিয়ামিন নেতানিয়াহু এবং অ্যাডলফ হিটলারের মধ্যে কোনো পার্থক্য নেই’।

সেই সঙ্গে গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হত্যাযজ্ঞকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের নাৎসি বাহিনীর ইহুদি নিধনযজ্ঞের সঙ্গে তুলনা করেছেন তিনি। এ সময় এরদোগান বলেন, ‘ইসরায়েলের গাজা হামলায় সমর্থনকারী পশ্চিমা দেশগুলোও যুদ্ধাপরাধ করছে। তারা হিটলারকে নিয়ে খারাপ কথা বলত। হিটলারের সঙ্গে আপনাদের পার্থক্য কী? এই নেতানিয়াহু কি হিটলারের চেয়ে কম করছেন? না কম করেননি।‘

বুধবার (২৭ ডিসেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তিনি আরও বলেছেন, ‘হিটলার ও নেতানিয়াহুর মধ্যে কোনো পার্থক্য নেই। বরং হিটলারের চেয়ে তিনি আরও ধনী। তিনি পশ্চিমাদের সমর্থন পাচ্ছেন। সব ধরনের সহায়তা আসছে যুক্তরাষ্ট্র থেকে। আর এসব সহায়তা দিয়ে তারা কি করছে। তারা ২০ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে।’

উল্লেখ্য, বুধবার (২৭ ডিসেম্বর) ছিল গাজায় ইসরায়েলি আগ্রাসনের ৮২তম দিন। এদিন গাজার হামাস সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় হতাহতের নতুন তথ্য প্রকাশ করে। নতুন তথ্য মতে, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে ২১ হাজার ১১০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৫৫ হাজার ২৪৩ জন। আর ইসরায়েলে নিহতের সংখ্যা কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৩৯ জনে।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button