দিল্লিসহ উত্তর ভারতের বেশ কিছু রাজ্য কুয়াশায় ঢেকে থাকছে। এতে এসব এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। রাজধানী দিল্লিতে ফের ফ্লাইট বিলম্বেরও হিড়িক পড়েছে। শীত যেন ভারতেই সবচেয়ে বেশি জেঁকে বসেছে। ক্রবার (২৯ ডিসেম্বর) ভোর ৪ টা থেকে সকাল ১০ টার মধ্যে গাড়ি নিয়ে রাস্তায় বের না হওয়ার অনুরোধ করেছে দেশটির আবহাওয়া বিভাগ।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দিল্লি বিমানবন্দরে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক মিলিয়ে মোট ১৩৪টি ফ্লাইট বিলম্বিত হয়।
এরপর আরও ৭১টি ফ্লাইট বিলম্বিত হয়েছে। একই চিত্র দেখা গেছে দিল্লি রেলওয়ে স্টেশনে। সেখানে অন্তত ২২টি ট্রেন ছাড়তে দেরি করেছে। এতে দুর্ভোগে পড়েন শত শত যাত্রী।
এ ছাড়া আগ্রা-লখনৌ এক্সপ্রেসওয়েতে বেশ কয়েকটি গাড়ির সংঘর্ষে একজন নিহত ও আরও ১২ জন আহত হয়েছে। রাজ্যের বেরেলি এলাকায় বেরেলি-সুলতানপুর মহাসড়ক ধরে দ্রুতগতিতে চলমান একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে এক বাড়ি ভেঙে ঢুকে পড়েছে।
এ ছাড়া ঘন কুয়াশার কারণে আগ্রা-লখনৌ এক্সপ্রেসওয়েতে বেশ কয়েকটি গাড়ির সংঘর্ষে একজন নিহত ও আরও ১২ জন আহত হয়েছে। রাজ্যের বেরেলি এলাকায় বেরেলি-সুলতানপুর মহাসড়ক ধরে দ্রুতগতিতে চলমান একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে এক বাড়ি ভেঙে ঢুকে পড়েছে।