বছরের শেষ দিনে কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশনে থামছে মেট্রোরেল। ঢাকায় মেট্রোরেলের কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন চালু হয়েছে। আজ রবিবার স্টেশন দুটি চালু হয়। এর মধ্য দিয়ে এমআরটি-৬ লাইনের দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত ১৬টি স্টেশনই চালু হলো।
কয়েক দিন আগে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন চালুর বিষয়টি জানিয়েছিলেন। আজ সকালে মেট্রোরেলের নতুন দুই স্টেশন থেকে যাত্রীদের বিভিন্ন গন্তব্যে যাতায়াত করতে দেখা গেছে।
এর আগে ১৩ ডিসেম্বর থেকে ১৩ ও ১৪তম স্টেশন হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিজয় সরণি স্টেশন চালু হয়। এরপর বাকি ছিল কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন। সব মিলিয়ে এ গণপরিবহন চলাচল উদ্বোধনের এক বছরের মাথায় ১৬টি স্টেশনের সবগুলো চালু হলো।
বর্তমানে উত্তরা থেকে আগারগাঁও অংশে সারাদিন চলাচল করলেও মতিঝিল পর্যন্ত চলাচল করে বেলা সাড়ে ১১টা পর্যন্ত। আগামী তিন মাসের মধ্যে এ অংশে ট্রেন রাত পর্যন্ত চলবে বলে জানা গেছে।