গত বছর ঈদুল আজহার পর থেকেই দেশের সিনেমা প্রাঙ্গনে পরিবর্তনের বাতাস বয়ে যাচ্ছে। একটা সময় প্রেক্ষাগৃহ শূণ্য গেলেও বর্তমানে হাউসফুল যাচ্ছে ঢালিউড সিনেমা। ভিন্ন ভিন্ন গল্প নিয়ে নির্মাতা-প্রযোজক সহ অভিনয়শিল্পীরা উপহার দিচ্ছেন দর্শকের পছন্দসই সিনেমা।
এমই এক গল্প নিয়ে আগামী ২৬ জানুয়ারি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে মাদক সমাজের বিরুদ্ধে ভিন্ন এক গল্পের সিনেমা ‘রুখে দাঁড়াও’। সিনেমাটির পরিচালনায় রয়েছেন নির্মাতা সুকুমার চন্দ্র দাশ।
সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা সুকুমার বলেন, “‘রুখে দাঁড়াও’ সমাজের মাদক বিরোধী গল্পের এক সিনেমা। বর্তমানে আমাদের সমাজে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাদকের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। এই মাদক সমাজের তারুণ্য নস্টের জন্য দায়ী। সেই মাদকের বিরুদ্ধে এক লড়াইয়ের গল্প নিয়ে ‘রুখে দাঁড়াও’ সিনেমা তৈরি করেছি। আশা করছি, দেশের সিনেমাপ্রেমি দর্শকদের এটি পছন্দ হবে।”
‘রুখে দাঁড়াও’ সিনেমায় অভিনয় করছেন- কায়েস আরজু, তানহা তাসনিয়া, আশিক চৌধুরী, আঁখি চৌধুরী, জীবন, নূপূর, কাজী হায়াৎ। নাদের চৌধুরী, গাংগুয়া, রাজু সরকার, সুব্রত, উত্তম, মনিরুল ইসলাম, মুনা চৌধুরী, জয়া সহ আরও অনেকে।
মোহনা মুভিসের প্রযোজনায় ও পরিবেশনায় সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে।