আন্তর্জাতিক

৫২ বছর পর সিংহাসন ছাড়ার ঘোষণা

মোহনা অনলাইন

রাজ্যাভিষেকের ৫২ বছর পর সিংহাসন ছাড়ার ঘোষণা দিলেন ডেনমার্কের রানি দ্বিতীয় মারগ্রেটা। নববর্ষ উপলক্ষে রোববার জনগণের উদ্দেশে ভাষণে রানি এ ঘোষণা দেন।

টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ওই ভাষণে ৮৩ বছর বয়সী রানি বলেন, আমি চিন্তা করেছি, পরের প্রজন্মের কাছে দায়িত্ব ছেড়ে দেওয়ার সময় নিয়ে। সিদ্ধান্ত নিয়েছি আমার সিংহাসন ছাড়ার এখনই সময়। ২০২৪ সালের ১৪ জানুয়ারি আমার বাবার উত্তরসূরি হওয়ার ৫২ বছর পর আমি ডেনমার্কের রানির পদ থেকে পদত্যাগ করব। ছেলে যুবরাজ ফ্রেডেরিক আমার আসনে স্থলাভিষিক্ত হবে।

রানি দ্বিতীয় মারগ্রেটার সিংহাসনে রাজ্যাভিষেক হয়েছিল ১৯৭২ সালে। প্রয়াত ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের পর তিনি ইউরোপে সিংহাসনে সবচেয়ে বেশি সময় থাকা রাষ্ট্রপ্রধান।

সিংহাসন ছাড়ার ঘোষণার পর ডেনমার্কের প্রধানমন্ত্রী মিতে ফ্রেডিরিকসেন এক বিবৃতি রানিকে তার শাসন আমলের জন্য ধন্যবাদ জানান। ডেনমার্কের শাসনব্যবস্থা সংসদীয় পদ্ধতির। সরকারপ্রধান হিসেবে নির্বাচিত প্রধানমন্ত্রীর হাতে আনুষ্ঠানিক ক্ষমতা।

উল্লেখ্য, ১৯৪০ সালে ডেনমার্কের সাবেক রাজা নবম ফ্রেডেরিক এবং রানি ইনগ্রিডের ঘরে জন্মগ্রহণ করেন মার্গ্রেথে। তিনি তার সারা জীবন ডেনিশ নাগরিকদের কাছ থেকে ব্যাপক সমর্থন পেয়ে এসেছেন। এমনকি নাগরিকদের অনেকেই তার কৌশলী এবং সৃজনশীল ব্যক্তিত্বের ভক্ত।

এছাড়া রানি দ্বিতীয় মার্গ্রেথে প্রত্নতত্ত্বের প্রতি তার ভালোবাসার জন্যও পরিচিত এবং বেশ কয়েকটি খনন কাজেও তিনি অংশ নিয়েছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button