জাতীয়

সরে দাঁড়াচ্ছেন জাপার প্রার্থীরা, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি: জিএম কাদের

মোহনা অনলাইন

জাতীয় পার্টির প্রার্থীদের মধ্যে দলকে না জানিয়ে যারা নির্বাচন থেকে সরে দাড়াচ্ছে তাদের বিরুদ্ধে দলীয় শৃঙখলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। দলের প্রার্থীদের মধ্যে যারা মাঠে আছেন তাদের অধিকাংশই নিষ্ক্রিয়। অথচ দলটি সরকার গঠনের প্রত্যাশার কথা জানিয়েছিলো।

তিনি বলেন, শেষ পর্যন্ত নির্বাচনের পরিবেশের বিষয়ে সরকার কথা না রাখলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। এক্ষেত্রে এককভাবে কেউ সিদ্ধান্ত নিতে পারবেন না। শুধু দিনাজপুর

গাজীপুর, বরিশাল, বরগুনা, ব্রাহ্মণবাড়িয়া ও সিরাজগঞ্জসহ একাধিক আসন থেকে নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন জাতীয় পার্টির প্রার্থীরা। তবে জিএম কাদের বেশ শক্তভাবেই বলেছেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানো সংগঠন পরিপন্থি কাজের শামিল। যারা সরে যাচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

জাপা চেয়ারম্যান বলেন, অনেকেই মিডিয়া আলোচনায় থাকতে সংবাদ সম্মেলন করে নিজেদের প্রত্যাহারের ঘোষণা দিচ্ছেন। এটা খুবই খারাপ নজির এবং এতে দলীয় শৃঙ্খলা নষ্ট হচ্ছে।
প্রসঙ্গত, রংপুর-৩ আসনে নিজেদের প্রার্থী প্রত্যাহার করে নিয়েছে আওয়ামী লীগ। এখানে জাতীয় পার্টি ছাড়াও বাংলাদেশ কংগ্রেস, এনপিপি, জাসদ ও একজন ট্রান্স জেন্ডার প্রার্থী ভোটের মাঠে আছেন।

 

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button