জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য বরগুনায় স্থানীয় প্রশাসনকে সহায়তা করতে ক্যাম্প স্থাপন করে নির্বাচনী এলাকায় টহল শুরু করেছে নৌবাহিনী ও বিজিবি। এছাড়াও উপকূলীয় এ জেলায় টহল জোরদার করেছে তালতলী ও পাথরঘাটার কোস্টগার্ড।
শান্তিশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য আজ বুধবার সকাল থেকে ১০ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশন ও স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করবেন তারা। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরগুনাসহ উপকূলীয় ১৯টি উপজেলায় নৌবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম জানান, সুষ্ঠু নির্বাচনে স্থানীয় প্রশাসনকে সহায়তা করতে দুটি আসনের ছয় উপজেলায় ৫২০ জন নৌবাহিনী ও সাত প্লাটুন বিজিবি কাজ শুরু করেছেন। এ ছাড়া কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে সেখানেও তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবেন।