
আজ বুধবার বিয়ের পিঁড়িতে বসবেন আমিরকন্যা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। নভেম্বর মাসে প্রেমিক নূপুর শিখরের সঙ্গে বাগদান সারেন ইরা। গতকাল মঙ্গলবার গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ইরার।
বিকেলে মুম্বাইয়ে তাজ ল্যান্ডস হোটেলে বসবে বিয়ের আসর। তবে প্রচলিত রীতি মেনে সাতপাকে ঘুরবেন না ইরা-নূপুর। সই করে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন তারা। ইরা ও নুপূর দুজনেই চান না তাদের বিয়েতে কেউ উপহার নিয়ে আসুক। বিয়ের উপহার হিসেবে তারা শুভেচ্ছা ও আশীর্বাদকেই গুরুত্ব দিচ্ছেন।
ছিমছাম অনুষ্ঠানের মাধ্যমে কাগজে-কলমে বাঁধা পড়বেন তারা। বিয়েতে ইরা পরবেন লেহেঙ্গা আর নুপূর পরবেন প্রিন্স কোট। আমিরকন্যার গায়ে হলুদে উপস্থিত ছিলেন আমিরের প্রাক্তন দুই স্ত্রী অর্থাৎ ইরার মা রিনা দত্ত এবং আামিরের দ্বিতীয়া স্ত্রী কিরণ রাও। দুজনকে একই সাজে একইসঙ্গে দেখা গেছে তাদের।