গাজায় ‘গণহত্যামূলক কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে গত শুক্রবার আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলা করেছে দক্ষিণ আফ্রিকা। তিন মাস ধরে ইসরায়েলের চালানো বোমা হামলায় সাড়ে ২১ হাজার মানুষ নিহত ও বিপুল ক্ষয়ক্ষতির পর এমন অভিযোগ করেছে দেশটি।
মঙ্গলবার ইসরায়েল সরকারের মুখপাত্র ইলন লেভি বলেন, “ইসরায়েল দক্ষিণ আফ্রিকার দেয়া গনগত্যার অযৌক্তিক মানহানি দূর করতে হেগের আন্তর্জাতিক আদালতে হাজির হবে।” দক্ষিণ আফ্রিকা শুরু থেকেই ফিলিস্তিনিদের পক্ষে সমর্থন জানিয়ে আসছে এবং দক্ষিণ আফ্রিকা ফিলিস্তিনকে সমর্থন জানানো মানে ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলাকেও রাজনৈতিক ও আইনি সমর্থন দেয়া বলে অভিযোগ করেন তিনি।
আইসিজে দায়ের করা মামলার অভিযোগে বলা হয়, ফিলিস্তিনি নাগরিকদের একটি উল্লেখযোগ্য অংশ, জাতিগত ও জাতিগোষ্ঠী উদ্দেশ্যমূলকভাবে ধ্বংস করেছে ইসরাইল। মামলার আবেদনে আরও বলা হয়, গাজায় ফিলিস্তিনিদের হত্যা, শারীরিক ও মানসিক নির্যাতন এবং সর্বোপরি মানুষের জীবন বিপর্যস্ত করে তোলা হয়েছে।
গত তিন মাসে ইসরায়েলের কার্যক্রম বিশ্বব্যাপী নিন্দা কুড়িয়েছে। দক্ষিণ আফ্রিকার পদক্ষেপ তার সর্বশেষ বহিঃপ্রকাশ। প্রথম থেকেই দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের সমালোচক। গত মাসে দেশটি ইসরায়েলের দূতাবাস বন্ধ করে দেয়া ও সব ধরনের কূটনৈতিক সম্পর্ক বন্ধ করে দেয়ার পক্ষে ভোট দেয়।