গত বছরের ডিসেম্বরে সারাদেশে ২ হাজার ৩৬০টি যানবাহন ও স্থাপনায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় আগুনের ঘটনায় ৪ জন আহত ও ৪ জন নিহত হয় বলে জানিয়েছে “দি লাইফ সেভিং ফোর্স বাহিনী”।
ফায়ার সার্ভিসের পরিসংখ্যানে দেখা যায়, ডিসেম্বর মাসে ঢাকায় দিনে ৭টি করে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এরমধ্যে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় ১৯২টি আগুনের ঘটনা ঘটে।
আজ বুধবার বিকেল পৌনে ৫টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বাসস’কে এসব তথ্য জানান।
তিনি জানান, ডিসেম্বর মাসে সারাদেশে ২ হাজার ৩৬০টি অগ্নিকান্ডের ঘটনার মধ্যে ঢাকা বিভাগে ৫৭১টি, ময়মনসিংহ বিভাগে ৯৫টি, চট্টগ্রাম বিভাগে ৩০৮টি, রাজশাহী বিভাগে ৪৪৫টি, খুলনা বিভাগে ১৬০টি, সিলেট বিভাগে ৮০টি, বরিশাল বিভাগে ৯৭টি ও রংপুর বিভাগে ৬০৪টি অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের মাসিক পরিসংখ্যানে দেখা গেছে, নভেম্বর মাস থেকে ডিসেম্বরে অগ্নিকান্ডের ঘটনা বেড়েছে। গত নভেম্বরে সারাদেশে ২ হাজার ৩৫টি আগুনের ঘটনা ঘটে।