আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জাতির উদ্দেশে ভাষণ দেবেন আজ (বৃহস্পতিবার)। আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) এ ভাষণ সম্প্রচার হবে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার।
প্রধানমন্ত্রী সাধারণত সরকারের বর্ষপূর্তি, নববর্ষ বা বিশেষ সময়ে জাতির উদ্দেশে ভাষণ দেন। এবার ভোটের আগে তিনি ভাষণ দিচ্ছেন। এ প্রসঙ্গে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গতকাল ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘প্রধানমন্ত্রী বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন। আমাদের শেষ জনসভাও একই দিনে।’
এদিকে প্রধানমন্ত্রী গতকাল গাইবান্ধা, রাজশাহী জেলা ও মহানগর, টাঙ্গাইল, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা উত্তর-দক্ষিণ জেলা ও মহানগর এবং চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি অংশ নেন। বক্তব্যে শেখ হাসিনা বলেন, ‘আমি চাই, এ নির্বাচন সত্যিকারভাবে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে, যে নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তার পছন্দমতো প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। সেটাই আমাদের লক্ষ্য, যা বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে একটা মাইলফলক হয়ে থাকবে।’