পঞ্চগড়-২ আসনের নৌকার প্রার্থী ও রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে আগামী দিনে বিএনপি যে সরকার গঠন করবে, এটা বিএনপির তারেক জিয়া চায় না।
বুধবার (৩ জানুয়ারি) দুপুরে দেবীগঞ্জের চেংঠিহাজড়া ইউনিয়নের রথবাজারে এক পথসভায় মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ফখরুল সাহেব গতবারে ভোট করে এমপি হয়েছিলেন, কিন্তু তাকেও পদত্যাগ করানো হয়। অন্যরা পার্লামেন্টে গেছে কিন্তু ফখরুলকে যেতে দেয়নি। কাজে ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে আগামী দিনে বিএনপি যে সরকার গঠন করবে, এটা বিএনপির তারেক জিয়া চায় না। এটার কারণ জনগণের প্রতি তাদের বিশ্বাস ও আস্থা নেই। ভোটে গেলে তারা বিপুলভাবে পরাজিত হবে। জনগণের জন্য তাদের কোনো পরিকল্পনা ও কর্মসূচি নেই। এসব কারণে তারা নির্বাচনে অংশগ্রহণ করছে না।
তিনি বলেন, ‘আমার নির্বাচনী এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। আমাদের নেতাকর্মীরা বিশ্বাস করে উন্নয়ন ও অগ্রগতিতে ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা স্মার্ট বাংলাদেশে এগিয়ে যাবো। নির্বাচনের দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থার জানান দিবে এই এলাকার মানুষ।