গেলো ২০২৩ সালে মুক্তি পেয়েছে একাধিক ব্যবসাসফল সিনেমা। একের পর এক ব্লকবাস্টার ও হিট সিনেমা কাঁপিয়েছে বক্স অফিস। কিছু ছবি সাড়া ফেলেছে দর্শকমনে। এবার মুক্তির অপেক্ষায় বলিউডের আরও কিছু বহু প্রতীক্ষিত সিনেমা। আর এসব সিনেমাকে ঘিরে উত্তেজনাও তুঙ্গে।
সিংহাম এগেইন
অজয় দেবগনের জাদু কি ভুলতে পারে দর্শক! তার সাম্প্রতিক ছবি ‘ভোলা’ সেভাবে ব্যবসায়িক সাফল্য না পেলেও ‘সিংহাম’ ফ্র্যাঞ্চাইজি তার কাছে সবসময় হাতের পাঁচ। ফের একবার পুলিশের উর্দি গায়ে দেখা যাবে অজয়কে। তবে এবার সঙ্গে থাকছে আরও দুই চমক। রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন। রোহিত শেট্টির কপ ইউনিভার্সের এ ফ্র্যাঞ্চাইজিতে আবারও মজবেন ভারতীয় দর্শক। এ সিনেমায় অজয় দেবগন, কারিনা কাপুর, রণবীর সিং, অক্ষয় কুমার, টাইগার শ্রফ এবং দীপিকা পাড়ুকোনসহ বলিউডের আরও অনেক তারকা রয়েছে। এটি ১৫ আগস্ট মুক্তি পেতে চলেছে।
হীরামাণ্ডি
আগামী বছরের মাঝামাঝি সময়ে মুক্তি পেতে পারে সঞ্জয় লীলা বানশালির পরের ছবি ‘হীরামাণ্ডি’। একটা অত্যাশ্চর্য পিরিয়ড-ড্রামা হতে চলেছে ছবিটি। ছবির কাস্টিং প্রকাশ্যে আসা মাত্রই সাড়া পড়ে গেছে দর্শকদের মধ্যে। এ ছবিতে একসঙ্গে দেখা যাবে মনীষা কৈরালা, সোনাক্ষী সিন্হা, রিচা চাড্ডা, সনজিদা শেখ প্রমুখকে। নেটফ্লিক্সে মুক্তি পাবে সঞ্জয় লীলা বনশালির এ ছবি।
পুষ্পা ২
‘পুষ্পা’র প্রভূত সাফল্যের পর জানা গিয়েছিল এর পরের সিক্যুয়েল আসছে। এমনকি আল্লু অর্জুনের অদ্ভুত লুক দিয়ে এ ছবির পোস্টারও মুক্তি পেয়েছে। ফলে তারপর থেকেই ‘পুষ্পা ২’ কে ঘিরে উত্তেজনা বাড়ছে ক্রমশ। ছবির একটি টিজারও কিছুদিন আগে প্রকাশ্যে আসে সামাজিকমাধ্যমে, যেখানে সবাই কেবল পুষ্পাকে খুঁজছে। তবে ২০২৪ সালে ঠিক কোন সময় ছবিটি মুক্তি পাবে, তা এখনও স্পষ্ট জানা যায়নি।
ম্যারি ক্রিসমাস
‘ম্যারি ক্রিসমাস’ সিনেমায় আরও একটি নতুন জুটিকে বড় পর্দায় দেখার অপেক্ষায় বলিউড। আসছে ক্যাটরিনা কাইফ ও বিজয় সেতুপাতি অভিনীত সিনেমা ‘ম্যারি ক্রিসমাস’। দীর্ঘ ছয় বছর পর সমালোচকদের প্রশংসিত চলচ্চিত্র নির্মাতা শ্রীরাম রাঘবন ম্যারি ক্রিসমাস দিয়ে পরিচালকের চেয়ারে ফিরেছেন। রোমান্টিক থ্রিলার ঘরানার এ সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ১২ জানুয়ারি।
ফাইটার
‘ফাইটার’ সিনেমার একটি গানে এরই মধ্যে ঋতিক রওশন এবং দীপিকা পাড়ুকোনের অনস্ক্রিন রসায়নে মেতেছেন নেটনাগরিকরা। বলাই বাহুল্য, এ ছবিতেই প্রথম একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন ঋতিক ও দীপিকা। ছবির বেশ কিছু গানও এরই মধ্যে মুক্তি পেয়েছে। আর ফাইটারই হতে চলেছে বলিউডের প্রথম এয়ার-অ্যাকশন ছবি। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত বিগ বাজেটের এ সিনেমা বক্স অফিস মাতাতে আসছে ২৫ জানুয়ারি। বিমান বাহিনীর আকাশ পথের যুদ্ধের গল্পকে কেন্দ্র করে নির্মাণ করা হয়েছে সিনেমাটি।
ম্যায় অটল হুঁ
তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে পঙ্কজ ত্রিপাঠির আসন্ন সিনেমা ‘ম্যায় অটল হুঁ’। গিরগিটির মতো বিভিন্ন চরিত্রকে ধারণ করা পঙ্কজকে এবার দেখা যাবে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর বায়োপিক ‘ম্যা অটল হু’ সিনেমায়। জাতীয় পুরস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতা রবি যাদব পরিচালিত ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা ১৯ জানুয়ারি।